নজরুল ইসলাম হাবিবী
বাংলার পুঁথি গাথা বাংলার গান,
বাংলার দোঁহা ধাঁধা বাংলার তান।
বাংলার শব্দ বাংলার ছড়া,
ভাটিয়ালি ভাওয়াইয়া
বাংলায় ভরা।
মুর্শিদী পল্লী আঞ্চলিক গানে,
আলো দেয় বায়ু দেয় পৃথিবীর প্রাণে।
বাংলা প্রবাদ গৎ কিবা প্রবচন,
কেড়ে নেয় সুরে সুরে জগতের মন।
হামদ্ গজল নাত নানা সুর তান,
সৃষ্টির স্রষ্টার পূত আখ্যান।
রাখালিয়া কাওয়ালী ভজন কীর্তন,
সাহিত্যের দীপ দ্বীপ দুনিয়ার ধন।
বাংলার নবধারা হাবিবিকস্ সুর,
এনেছে ভব ভাবে ছন্দ-নূপুর।
পৃথিবীর ইতিহাসে আলো হাবিবিক,
কাব্যে সাহিত্যাকাশে নবতর দিক।
এত সুর এত শোভা এত শব্দ মালা,
এত গান এত তান ছন্দের ডালা
বৈচিত্রে ভরপুর অরূপ অশেষ,
এ আমার ভালোবাসা প্রিয় বাংলাদেশ।
Discussion about this post