চট্টগ্রাম অমর একুশে বই মেলায়”কলম একাডেমি লন্ডন”এর(ভারত শাখা)থেকে প্রকাশিত”কলমের আলো”
আসাম ও দুই বাংলার কবিদের যৌথ কবিতা গ্রন্থটির দ্বিতীয়বার পাঠ উম্মোচন করা হয়।
উক্ত পাঠ উম্মোচনে প্রধান আলোচক ছিলেন কবি ও সাহিত্যিক মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী সভাপতি “কলম একাডেমি লন্ডন”
আবুধাবী ইউএই চ্যাপ্টার ও সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি কবি করুণা আচার্য,কবি মুজিবুর রহমান,কবি অজয় বড়ুয়া,কবি প্রদ্যোত কুমার বড়ুয়া, কবি আলমগীর হোসাইন, মোহা: আবদুল্লাহ আল হোসাইন,সাংবাদিক কামাল পারবেজ,শিক্ষিকা প্রতিমা বড়ুয়া,শিক্ষিকা তানজিনা বিনতে তালেব, আবৃত্তি শিল্পী প্রান্তিকা বড়ুয়া,প্রত্যয় বড়ুয়াও সাংবাদিক ওসমান ফারুক প্রমূখ।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন “কলম একাডেমি লন্ডন” এর কর্মকাণ্ড আগামীতে আরো সমৃদ্ধি লাভ করুক,বাংলা সাহিত্য বিশ্বে ছড়িয়ে পড়ুক। সংগঠনের সকল কলম সৈনিক দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,কলম একাডেমি লন্ডনকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে হলে আমাদের সকলের ঐকবদ্ধভাবে কাজ করে যেতে হবে। কারোপ্রতি কারো বিরূপ প্রতিক্রিয়া না থাকাটা বাঞ্ছনীয়। এখানে আমরা যারা “কলম একাডেমি লন্ডনকে ভালোবাসি এবং তার আদর্শ ধারণ করে আছি, তাই সকলের উচিত এই সংগঠনের মঙ্গল কামনায় স্ব স্ব যোগ্যতায় এগিয়ে যাওয়া। পরিশেষে তিনি প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীসহ সকল কলম সৈনিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘ পরমায়ু কামনা করে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা পর্ব সমাপ্ত করেন।
নয়টিহাবিবিকস্ এবং তার নিয়মসমূহ, নজরুল ইসলাম হাবিবী
#নয়টিহাবিবিকস্ এবং তার নিয়মসমূহ * #হাবিবিকসযেভাবেগড়েওঠে বা এ ধরনের লেখা সম্পর্কে দুটি কথা বলা দরকার। অনেকেই বারবার অনুরোধ করেছেন একসাথে...
Discussion about this post