কলকাতার হাওড়ায় স্বনামধন্য “সাহিত্য সাথী, উদ্যোগে নবম তম সাহিত্য সভা অনুষ্ঠিত।
গত১২ই ফেব্রুয়ারী ২৩ রবিবার সন্ধ্যে হাওড়ার হীরাপুর পল্লীশ্রী পাঠাগারে”সাহিত্য সাথী” ,র উদ্যোগে নবম তম
সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি মধুসূদন বাগের সভাপতিত্বে কবি বিমল চন্দ্র সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে এতে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ,প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি,প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী লেখক মোহাম্মদ কামরুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন ভারত শাখার সভাপতি কবি হিফজুর রহমান লস্কর।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন ভারত শাখার সাধারণ সম্পাদক কবি এস কে বান্টি,কবি আলমগীর হোসাইন,কবি নজরুল ইসলাম বড় ভুঁইয়া,সাহিত্য সাথী পত্রিকার সম্পাদক কবি ডাঃ নুরুল ইসলাম মোল্লা,শেখ জাকির হোসেন কবি আসগর আলী মন্ডল,কবি অশোক কুমার দাস
সহ প্রমুখ।
এতে উপস্থিত থেকে কবিতা পাঠ করেন,কবি তারক নাথ সাহা,কবি বাসুদেব দাস,কবি কুমার জিৎ ঘোষ, কবি শ্যামল বেরা,কবি শেখ গিয়াস উদ্দিন,কবি সীতেশ মজুমদার,কবি গৌতম গঙ্গোপাধ্যায়,কবি সোমা পাল, কবি চিত্ত মিত্র,কবি দীপক জানা,কবি অনঙ্গ মোহন রায়,কবি রাঘর পোড়ে,কবি সমির সরদার,কবি পুর্ন চন্দ্র সামন্ত,কবি দেবনাথ ঘোষ সহ অনেকে।অনুষ্ঠানে
প্রধান অতিথি সহ সকল অতিথিকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথি মোঃ কামরুল ইসলাম বলেন,আমাদের ইন্দ্রিয় কর্তৃক জাগতিক বা মহা জাগতিক চিন্তা চেতনা, অনুভূতি,সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে আমাদের সাহিত্য।
একটি আত্মার সাথে আরেকটি আত্মার মিল বন্ধন তৈরী করে মুলত সাহিত্য।সাহিত্য হচ্ছে মানব চরিত্রের প্রতিচ্ছবি।
এপার বাংলা ও ওপার বাংলার কবি সাহিত্যিকদের এই ধরনের আয়োজন মতবিনিময়,কবিতা,সাহিত্য বিষয়ে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে দীপঙ্কর পাত্র ও চম্মা রানী সঙ্গীত পরিবেশন করেন।কবিতা পাঠ,সাহিত্য আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন সবাইকে মুগ্ধ করে রাখে।
বিশেষ করে, সালাম, সালাম,হাজার সালাম,সকল শহীদ স্মরণে…গানটি।
পরিশেষে সভাপতি ভারতের বিভিন্ন রাজ্য ও বিভিন্ন দেশ হতে আগত সকল কবিকে ধন্যবাদ জানান।
Discussion about this post