কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কলম একাডেমী লন্ডন’র “কলমের আলো” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
নিউজ ডেক্স, কলম টিভিঃ গত ১১ ই ফেব্রুয়ারী ১৫ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী ষ্ট্রিট ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কফি হাউস বিল্ডিং(৩ তলা) কফি হাউস মিলনায়তনে এপার বাংলা ও ওপার বাংলা স্বনাম ধন্য কবিদের কবিতা নিয়ে প্রকাশিত “কলমের আলো” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলম একাডেমি লন্ডন ভারত শাখার সভাপতি কবি হিফজুর রহমান লস্করের সভাপতিত্বে সাংবাদিক ও লেখক শাহজাহান মন্ডলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হতে আগত কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি ও লেখক মোহাম্মদ কামরুল ইসলাম।
এতে প্রধান আলোচক ছিলেন কলম একাডেমি লন্ডন ভারত শাখার সাধারন সম্পাদক কবি এস কে বান্টি।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরের সাহিত্য ও ভ্রমন ও কাব্যসৃজন পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক কবি, সংগঠক শ্রী উত্তম দত্ত, কবি আলমগীর হোসাইন, স্বপন দত্ত, ফরহাদ হোসেন, শৈলেন মণ্ডল, কবি শ্রীমতী রীনা পণ্ডিত, শ্রী মৃন্ময় সমদ্দার, নজরুল ইসলাম বড় ভুইয়া, সাকিলা খাতুন, সোমা পাল সহ প্রমুখ।
প্রধান অতিথিকে উত্তম দত্ত উত্তরের সাহিত্য ও ভ্রমন ও কাব্যসৃজন পরিষদের পক্ষে কলম একাডেমি লন্ডনকে সম্মাননা প্রদান করেন, সংগঠনের পক্ষে মোঃ কামরুল ইসলাম তা গ্রহন করেন।
এই ছাড়া ও কয়েকটি সাহিত্য সংগঠনের পক্ষে প্রধান অতিথি কে উত্তরীয় পরিয়ে দেয়া হয় ও রিশিকার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কে সম্মাননা প্রদান করা হয়।
কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির পক্ষে মোহাম্মদ কামরুল ইসলাম আসাম হতে আগত কবি হিফজুর রহমান লস্কর, ভারত শাখার সাধারণ সম্পাদক এস,কে বান্টিকে সম্মাননা প্রদান করেন।
এই ছাড়াও কবি উত্তম দও সহ কলম একাডেমি লন্ডনের পক্ষে কয়েকজন কবি কে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, এপার বাংলার ও ওপার বাংলার কবিরা এ সমাজে আজ অবহেলিত।একজন কবি সব সময় সমাজের মুক্তির কথা বলেন,অন্যায়কে কখনও সহ্য করেন না সমাজ পরিবর্তনে ভুমিকা রাখেন।
তিনি আরও আশা করেন,কবি,লেখকরা সব হীণমন্যতা দুর করে পুরাতন সৃষ্টির ঐতিহ্যকে সন্মান করে পুরোনো আর নতুনের মেলবন্ধনে একদিন কবি আর কবিতা হয়ে উঠবে সমাজ পরিবর্তনের হাতিয়ার।তিনি বলেন,কবিরা ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তনে অবক্ষয় রোধে ও তাদের লেখনীর মাধ্যমে তাঁরা এই সমাজকে পরিবর্তন করবে।
কবিরা তখন কবিতা চর্চা বেশি করবে যখন স্বার্থপরতা ভুল ধারনা,শোষণ, সমাজে অহেতুক বাড়াবাড়ি হতে থাকবে,সমাজের চারদিকে অরাজকতা দেখা দিবে মিথ্যে এগিয়ে থাকবে, সম্পদ সংগ্রহের দৌড়ে সবাই ঝাপিয়ে পড়বে সমাজ যখন দুষিত হবে তখনই কবিরা সমাজের শোষণ নির্যাতন নানা অসংগতির কথা তুলে ধরে কবিরা অসহায়,নির্যাতিত,শোষিত মানুষকে জাগ্রত করবে আর এখনই তার সময় বলে তিনি মনে করেন।
তিনি বলেন,বর্তমানে আমরা যে সাহিত্য নির্মান করছি তা তার পুর্বের জৌলুস হারিয়েছে,হারিয়েছে কবিতা তার স্বাভাবিক গতিময়তা,বর্তমানে আমরা কবিতার যে শরীর নির্মাণ করি সে কবিতার শরীরে এখন গেঁথে থাকে না শক্তিশালী কোন মানবেতিহাস, প্রেম, কষ্ট,বিরহ যাতনা,সংস্কৃতি পুঁজিবাদ,নিপীড়ন, শোষণ,জীবন বোধের নানান অনুষঙ্গ। থাকে শুধু ঠুনকো অপ্রয়োজনীয় নিজস্ব ভাবনা, কথামালা যা কখনও সাহিত্য নয়।
তাই বর্তমানে কবির কবিতায় পাঠক আন্দোলিত হয় না। কবির কবিতায় সংস্কৃতি, নানা নিপীড়ন শোষণ, আর সমাজ উন্নয়ন মুলক কোন সচেতনতা বার্তা থাকে না। কবির কবিতা এখন পাঠক ভাবে না তাই কবিদের খেয়াল রাখা দরকার যেন কবিতা বখাটে না হয় মুলত কবির ভাবনা হচ্ছে চিন্তার বুদ্ধিনিষ্ঠ প্রকাশ।তিনি বলেন কলম একাডেমি লন্ডন প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী বাংলা ভাষার প্রচার প্রসারে ও বাংলা ভাষাকে বিশ্বময় করতে সর্বময় চেষ্টা করছেন। তিনি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী, কলমের আলো বইয়ের সম্পাদক এস কে বান্টি,কবি উত্তম দত্ত,অন্যান্য সকল কবি সাহিত্যিকদেরকে কলম একাডেমি লন্ডনের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে সভাপতি সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
Discussion about this post