ঢাকা বিভাগীয় কমিটি গঠন৷
গত ২৫/১২/২০২৩ইং কলম একাডেমি লন্ডন এর ঢাকা কমিটি গঠন উপলক্ষে ঢাকার তোপখানা রোড বৈশাখী রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি করুণা আচার্যর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগত গণ্যমান্য লেখক কবিদের সাদর সম্ভাষণ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী সাহেব। উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ও শিক্ষক আসাদুজ্জামান রানা কলম একাডেমি লন্ডন এর কলম টিভির মিডিয়া সহ -সম্পাদক। বক্তব্য রাখেন ঢাকা আহ্বায়ক কমিটির উপদেষ্টা বিশিষ্ট শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, বক্তব্য রাখেন গাজীপুরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ কায়েদে আজম চৌধুরী। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখিকা নাসিমা বানু, কবি স. ম.ইফতেকার মাহমুদ, কবি মাহমুদা সুলতানা স্বরচিত কবিতা আবৃত্তি করে শুনান। আাসরাফ সরকার দৈনিক একুশে পত্রিকা সম্পাদক উনি তার বক্তব্যে কলমের সমস্ত নিউজ পত্রিকায় তুলে ধরার আশ্বাস দিয়ে কলমের সাথে থাকার আশা ব্যক্ত করেন।
কলম একাডেমি লন্ডন ঢাকা কমিটিতে সর্বসম্মতিক্রমে কবি ও গবেষক রাইহান নাসরিন আপাকে সভাপতি ঘোষণা করে একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটির খসড়া তৈরি করা হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কবি বিমল সাহা, কবি ও সংগঠক রিয়াদুল হক, কবি ও সাংবাদিক আশরাফ সরকার, কবি ও শিল্পী মারুফা আক্তার, সঙ্গীত শিল্পী মিতুন আচার্য, লেখক, প্রকাশ, ও গবেষক স.ম.ইফতেখার মাহমুদ,অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা ও সংগঠক, সৈয়দ আশরাফ হোসেন, কবি শাহী সবুর, কবি আশরাফ মির্জা প্রমুখ। উপস্থিত সকলে “কলম একাডেমি লন্ডন ” সংগঠনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে নব নির্বাচিত সভাপতি রাইহা
ন নাসরিনসহ স্ব স্ব অবস্থান থেকে বক্তব্য প্রদান করেন এবং পরে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি আসাদ্দুজ্জামান রানা, কবি নাসিমা বানু, কবি করুণা আচার্য,কবি ও শিশু সাহিত্যেিক শিবুকান্তি দাশ। পরিশেষে আনন্দ ঘন এক পরিবেশের মধ্য দিয়ে ১৯ দাবি ও “কলম একাডেমি লন্ডন” এর লক্ষ্য ও উদ্দেশ্যের তাত্পর্য তুলে ধরে বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি উপস্থিত সকল গুণীজনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।পরে তা যাচাই বাছাই করে কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী সাহেব উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটিরূপে ঘোষণা দেন।
ইউসিটিসিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :গতকাল ২১শে মার্চ শুক্রবার ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর ইসলামিক স্টাডিজ বিভাগ...
Discussion about this post