গত ২৪/০৬/২০২৩ইং শনিবার বিকাল ৪টায় কলম একাডেমি লন্ডন এর স্থায়ী কার্যালয় চট্টগ্রাম আন্দরকিল্লা জি এ ভবনের ৪র্থ তলায় পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও স্বরচিত কবিতা পাঠের এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি করুণা আচার্য। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন” কলম একাডেমি লন্ডন” এর চট্টগ্রাম জেলা কমিটি ও বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ।
উন্মোচিত গ্রন্থ সমূহ
*”প্রবাসী বুলবুল”যৌথ সম্পদনায় খুলনা বিভাগীয় শাখার সভাপতি এস, এম, আয়ুব আলী ও ভারত শাখার সাধারণ সম্পাদক এস কে বান্টি,
* ” বর্ণিল কেতন ” সম্পাদনায় মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী ও আলী মির্জা,
* “জ্যোতির্ময় এক ফুটন্ত ফুল ” সম্পাদনায় সৈয়দ মোহাম্মদ ইলিয়াস,
* এস এম আয়ুব আলী রচিত “পূর্ণিমায় পূর্ণগ্রাস ” সম্পাদনায় বাসব নন্দী ,
* “একাত্তর বিজয় বাংলাদেশ ” সম্পাদনায় এস এম আয়ুব আলী ও বাসব নন্দী।
আলোচনায় অংশ গ্রহন করেন কবি মোহাম্মদ কুতুবউদ্দিন বখতেয়ার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা
সম্পাদক, আরিফুর রহমান আরিফ বাংলাদেশ যোগাযোগ সম্পাদক, মোঃ আবু তৈয়ব চৌধূরী সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক, প্রকাশনা সম্পাদক কবি মোহাম্মদ বেলাল হোসেন সিরাজী,।
আলোচকবৃন্দ কলম একাডেমি লন্ডন এর সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করেন। কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক ২২জুন ২০২৩ ১৯ দফা দাবী নিয়ে স্কটল্যান্ড এর পার্লামেন্টে যোগদান করায় কলমের নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সবাই মন্তব্য করেন।
স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন মনন কবি এস এম জাহাঙ্গীর হাসান, কবি আলমগীর হোসাইন, কবি অজয় বড়ুয়া, কবি আবু সুফিয়ান ছানবী, কবি মেহেরুন নেসা রশিদ। সভায় আরো উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল হোসাইন, নারায়ন দে, অন্বেষা দে,আবু নাইউম মোস্তফা, মিসেস সখিনা বেগম প্রমুখ।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকল গুণীজনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Discussion about this post