কলম একাডেমি লন্ডন চট্টগ্রামস্থ আন্দরকিল্লা কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পুনঃ মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গত ৬/৫/২০২৩ ইং আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যান মুলক সংগঠন কলম একাডেমি লন্ডন চট্টগ্রামস্থ আন্দরকিল্লা জি এ ভবনের ৪র্থ তলায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে কলম কেন্দ্রীয় যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক কবি ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায়,বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে বিকাল ৫ ঘটিকায় সভা অনুষ্ঠিত হয়।
কলম একাডেমি লন্ডন বাংলাদেশ শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান আরিফ পবিত্র কোরান হতে তেলওয়াত করেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কলম একাডেমি লন্ডনের যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা অধ্যাপক শামসুল আনোয়ার জামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক কবি কুতুবউদ্দিন বখতেয়ার কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি কবি মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী,গীতিকার,সুরকার মোঃ হোসাইন ইব্রাহীম,কবি আলমগীর হোসাইন,কবি মুহাম্মদ নুরুল কবির করিমী কবি মেহেরুন নেসা রশিদ,কবি মুহাম্মদ বেলাল হোসেন কবি মোঃ ফিরোজশাহ বাপ্পী,কবি আবু সুফিয়ান ছানবী
মোহাম্মদ সেলিম মাষ্টার সহ প্রমুখ।
কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম জেলা শাখার সদস্য ও
কলমের নিবেদিত প্রান কবি মেহেরুন নেসা রশিদকে
খান আতাউর রহমান স্মৃতি পুরস্কার পাওয়া সকলে অভিনন্দন জানান,খান আতাউর রহমান ফাউন্ডেশন
কর্তৃক প্রদেয় সনদ ও নগদ অর্থ কবির নিকট হস্তান্তর
করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,একজন কবি সব সময় সমাজের মুক্তির কথা বলেন,অন্যায়কে কখনও সহ্য করেন না সমাজ পরিবর্তনে কবি ভুমিকা রাখেন।
ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন,অবক্ষয় রোধে কবি ও লেখক তাঁদের লেখনীর মাধ্যমে সমাজকে পরিবর্তন করেন।
তিনি বলেন,কলম একাডেমি লন্ডন এটি শুধু একটি সাহিত্য বিষয়ক সংগঠন নয় এটি মুলত একটি মানবিক সংগঠনও বটে। তিনি সকলকে আরো বেশি আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান ও সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
কবি ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,কবিরা তখনই কবিতা চর্চা বেশি করেন যখনই স্বার্থপরতা,ভুল ধারনা শোষণ, সমাজে অহেতুক বাড়াবাড়ি হতে থাকে,সমাজের চারদিকে অরাজকতা দেখা দেয়,মিথ্যে এগিয়ে থাকে, সম্পদ সংগ্রহের দৌড়ে সবাই ঝাপিয়ে পড়ে,সমাজ যখন দুষিত হয়,তখন এই সমাজের শোষণ নির্যাতন নানা অসংগতির কথা তুলে ধরে কবিরা অসহায়, নির্যাতিত,শোষিত মানুষকে জাগ্রত করেন।কবিরা সমাজের অবক্ষয় রোধে সমাজ কে জাগ্রত করেন।তিনি সকলকে ধন্যবাদ জানান।
সভাপতি তাঁর বক্তব্যে কলম একাডেমি লন্ডন ও এই সংগঠনের আগামীর পরিকল্পনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন ও সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
Discussion about this post