কলম একাডেমি লন্ডন’
ঢাকা বিভাগীয় কমিটি গঠন
💐💐
গত ৩০/০৭/২০২৩ ইং রোজ রবিবার ঢাকা রমনা পার্কের সরোয়ার্দী উদ্যানে ‘অক্ষরে অমরতা’ শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন”কলম একাডেমি লন্ডন’ এর ঢাকার বিভাগীয় আহ্বায়ক কমিটি আমার উপস্থিতিতে গঠন করা হয়।
কমিটিতে বাংলাদেশের বিশিষ্টজনের উপস্থিতি এবং কলমে অংশগ্রহণ সংগঠনের জন্য মাইল ফলক হয়ে থাকবে।
কমিটির রূপরেখা নিম্নরূপঃ-
💐সভাপতি –
ফরিদা হোসেন ( বিশিষ্ট লেখিকা ও একুশে পদক প্রাপ্ত),
💐সহসভাপতি- হাসনা হেনা
(লেখক ও শিক্ষিকা),
💐সাহিত্য সম্পাদক- নুরুনাহার ডলি (লেখিকা ও অধ্যাপিকা)।
উপদেষ্টা মন্ডলী:
💐শিবুকান্তি দাশ -( বিশিষ্ট ছড়া সাহিত্যেক ও ঢাকা পূর্বকোণ ব্যুরোর সম্পাদক),
রাইয়ান নাসরিন ( বিশিষ্ট লেখিকা ও পল্লী গবেষক)।
উপস্থিত ছিলেন:
💐মোহাম্মদ কায়েদে আজম চৌধুরী ( সভাপতি ‘কলম একাডেমি লন্ডন’, গাজীপুর জেলা এবং সমাজ কল্যাণ সম্পাদক কেন্দ্র)।
💐এবং গাজীপুর জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা মীর মনিরুজ্জামান ( বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট গবেষক ও কৃষিবিজ্ঞানী)।
যথা শীঘ্রই সম্ভব আমরা স্থায়ী কমিটি গঠন করবো। আগ্রহীদের প্রতি অনুরোধ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন।
নব গঠিত এই কমিটিকে আমি স্বাগত জানাই। আশা করি তাঁদের সুযোগ্য নেতৃত্বে ঢাকা বিভাগে শক্তিশালী একটি স্থায়ী কমিটি গঠিত হবে। পর্যায়ক্রমে বাংলাদেশ এবং পুরোবিশ্বে সাহিত্য এবং সমাজের কল্যাণে এ কমিটি ভূমিকা পালন করবে।
অভিনন্দন এবং শুভেচ্ছায়
করুণা আচার্য
সভাপতি বাংলাদেশ শাখা
সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি।
কলম একাডেমি লন্ডন।
৩১.০৭.২০২৩
Discussion about this post