চুমুর হরেক গুণ।
মোঃ কামরুল ইসলাম।
ভালবাসা ও স্নেহ প্রকাশের জনপ্রিয় উপায় হচ্ছে চুম্বন। সম্প্রতি এক পীরজাদা চুমুর পঞ্চগুণ জেনে কারিগরের নিকট প্রকাশ করলেও তবে আমাদের প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরী।
যৌবনে নর নারীর প্রেম,বিয়ে হতেও পারে আবার নাও হতে পারে,বিয়ে হোক বা না হোক প্রথমে প্রেমপ্রেম ভাব এরপর প্রথম চুমু তা উভয়ের নিকট কত যে মধুর,স্বাদে ও আবেগে অতুলনীয় তা কার না অজানা।
চুমুর উপকারিতা এবং অতি সম্প্রতি কালে কোন এক পীরজাদা তা জেনেছেন এবং জেনে তার বহিঃপ্রকাশ করতে আজ যত সমস্যা।
চুমুর উপকারিতা হয়ত অনেক তার অর্থ এই নয় যে কার ও সম্মতি না নিয়ে যখন তখন কাউকে যেখানে সেখানে চুমুর খাওয়ার প্রস্তাব অহেতুক বিপদ ডেকে আনবে তা আমি নিশ্চিত।
পদার্থ বিজ্ঞানের ছাত্র হিসাবে বলছি না,একটি গবেষণা বলছে যদি কেউ ৩০ মিনিট ধরে চুমু খায় তাহলে তার শরীরের ৬৮ ক্যালোরি শক্তি ক্ষয় হয় অন্যদিকে মার্কিন একদল গবেষক বলছে যদি ঐ চুমুর তীব্রতা বেশি হয় এবং ঐ সময়ে উভয়ে দ্রুত শ্বাস-প্রশ্বাস নেয় সেইক্ষেত্রে ৯০ ক্যালোরি শক্তি ক্ষয় হয়।
চুমু ত্বকে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়া বা বলি রেখা রোধ করে,চুমু খেলে ফুসফুসের শক্তি বাড়ে যার ফলে ফুসফুস ভাল থাকে,চুমু খেলে মস্তিষ্কে হ্যাপি হরমোন সোরোটিন নিষ্কৃত হয় যার ফলে দুশ্চিন্তা হয় না উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অতি সহজে এমনকি প্রচন্ড মাথা ব্যথা কমে যায়।
চুমু লালা প্রবাহকে ত্বরাণ্বিত করে। এটি অ্যাসিডের কার্যক্ষমতা কমিয়ে দেয়,খাবারের কণাগুলো সরিয়ে দেয় এবং দাঁতের ক্ষয়রোধ করে।
অন্য গবেষণা দেখা গেছে,চুমু খেলে রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি তেরি হয় যার ফলে মুক্তি পাওয়া যায় যে কোন অ্যালার্জি থেকে অতি সহজে।
আমরা জানি হরেক রকমের চুম্বন রয়েছে। ২/১ টি চুম্বন ব্যতীত সব চুম্বনের আবেদন প্রশ্নের সম্মুখীন।
তাই সব গুণ থাকা স্বত্তেও ও সতর্ক থাকা উচিত।
তাই মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন…..,’হে নবি পত্নীগণ,তোমরা অন্য নারীদের মতো নও;যদি তোমরা আল্লাহকে ভয় কর,তবে পর পুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না।
যার ফলে সে ব্যক্তির কুবাসনা সৃষ্টি হয়, যার অন্তরে আসক্তি আছে।
তোমরা উত্তম(সংযত) কথাবার্তা বলো।
(সুরা আহযাব-আয়াত ৩২)
মুলত ২/১ ধরনের চুমু ব্যতীত সব চুমু কথাবার্তার চেয়ে অতি দ্রুত কুবাসনা ও অন্তরে আসক্তি সৃষ্টি করে। তাই
আমাদের জীবনে সর্ব ক্ষেত্রে সতর্ক হতে হবে।
লেখক- মোঃ কামরুল ইসলাম।
কবি ও প্রাবন্ধিক।
Discussion about this post