ঘুরে দাঁড়িয়েছে এখন শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির দেশ নয়। এখন বিশ্বসভ্যতায় বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রার রোল মডেল। বিশ্বের স্বপ্নপূরণের এক অপার সম্ভাবনার নাম এখন শেখ মুজিবের সোনার বাংলাদেশ। আধুনিক প্রযুক্তি ও মেধার সাহসী ব্যবহার করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে তৈরি করেছেন ডিজিটাল বাংলাদেশে। ডিজিটাল বাংলাদেশ এখন আর রূপকথা নয়, বিশ্বজয়ের গল্প। জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এ কথা বলেন।
বাংলাদেশের একমাত্র ডিজিটাল বাংলাদেশ প্রচারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল’-এর উদ্যোগে সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত ১২ ডিসেম্বর শনিবার বিকাল ৫টায় নগরীর দামপাড়ার পল্টন রোডস্থ জহুর আহমদ চৌধুরী ভবনের জহুর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, মরহুম জহুর আহমদ চৌধুরীর সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী। সংগঠনের সভাপতি প্রযুক্তিবিদ ও তরুণ প্রজন্মের আইকন প্রকৌশলী পুলক কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা অনিমা কামাল, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদা বেগম, ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি সাজেদা বেগম সাজু, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম ও বিশিষ্ট নজরুল গবেষক এম এ সবুর, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে একসময় সকলে উপহাস করত। একসময় যারা এই নিয়ে উপহাস ও অবহেলা করত, আবার তারাই ডিজিটাল বাংলাদেশের প্রশংসা করছে। বিশ্বজয়ের দ্বারপ্রান্তে এখন স্বপ্নের বাংলাদেশ। আগামী ১০ বছর পরে বাংলাদেশ প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বনেতৃত্বে দেবে। সেদিন আর বেশি দূরে নয়, বিশ্বদরবার বাংলাদেশ থেকে এগিয়ে যাওয়ার শিক্ষা গ্রহণ করবে। সভায় বক্তারা বলেন, স্বপ্ন ছিল একদিন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। এটি এখন আর স্বপ্ন নয়। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। আগামীর স্বপ্নের বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ ও অগ্রযাত্রার সোপান। সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, সংগঠক ছবির আহমদ, শিল্পী নারায়ণ দাশ, কবি সজল দাশ, নারীনেত্রী শেলী বড়–য়া, শিল্পী শিউলী আকতার, সংগঠক মাসুমা কামাল আঁখি, মোহাম্মদ গোলাম রহমান, হানিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাসান তিতাস, মোহাম্মদ আবদুর রহিম রোহান, মোহাম্মদ নুর নবী, ইফতেখার হোসেন শিশির, শাহাদাত হোসেন শাহেদ, ইমরান হোসেন ইমন, রাকিবুল আলম। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ চতুর্থ জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কেককাটা কর্মসূচিতে অংশ নেন।
কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ শিক্ষানুরাগী ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক উদ্ধর্তন কর্মকর্তা কৃষিবিদ আলহাজ্ব মোহাম্মদ আহছান উজ্ জামানের ৩য় মৃত্যু...
কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ ১২ জানুয়ারি মঙ্গলবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখা কমিটির অনুমোদন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির...
কলম টিভি নিউজ ডেক্সঃ যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত 'সারাহ-হাবিব ট্রা।স্ট লন্ডন'-এর- সহযোগী সংস্থা "অক্ষরে অমরতা" শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক...
কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ চট্টগ্রামের সরকারি নিবন্ধনপ্রাপ্ত ও ঐতিহ্যবাহী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান লাইফ’র উদ্যোগে আজ ৮ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় নগরীর পশ্চিম...
Discussion about this post