নিজে বাঁচতে, পরবর্তী প্রজম্ম বাঁচাতে পরিবেশ সচেতনতার কোন বিকল্প নেই, এ্যাড ভিশন চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে মোঃ কামরুল ইসলাম
নিউজ ডেক্স, কলম টিভিঃ গত ২৩ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যে ৬ টা চট্টগ্রামস্থ কাতালগঞ্জ মিল্টন কনভেনশন হলে নব নির্বাচিত এ্যাড ভিশন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ সচেতন হোন,অন্যকে সচেতন করুন,নিজে বাঁচুন, অন্যকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে মোঃ আবু তাহের আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ নওশেদ সরওয়ার পিন্টু।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ রানা ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক যুব নেতা মোঃ মাইনুল ইসলাম।
এতে বিশেষ আলোচক হিসাবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন এ্যাড ভিশন কেন্দ্রীয় কমিটির ভাইস- চেয়ারম্যান কবি ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম।
বিশেষ আলোচক হিসাবে আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,জিয়াউর রহমান জিয়া, হাসান মুরাদ,বটন বড়ুয়া,মোঃ হারেস,ইয়াসমিন আক্তার নুর আক্তার নুরা,রবিউল ইসলাম জাহাঙ্গীর কবি মোঃ সায়েদুল হক,কবি কুতুবউদ্দিন বখতেয়ার,মোঃ আজাদ ডাঃ মোঃ আবদুল আলিম সহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।এ্যাড ভিশন মানুষকে সচেতন
করছে।আপনি সচেতন হোন, নিজে বাঁচুন,দেশ বাঁচান।সংগঠনের কেন্দ্রীয় ভাই-চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,পরিবেশ সুরক্ষায় ও সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে সাথে সাথে পরিবর্তন ঘটাতে হবে মন ও মানসিকতার।পরিবেশ রক্ষায় আরও বেশি প্রচার সহ সবাইকে সোচ্চার হতে হবে।একই সঙ্গে আইনের প্রয়োগ ও বাস্তবায়ন ঘটাতে হবে।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ ও পরিবেশ সচেতন হতে অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Discussion about this post