কলম টিভ, নিউজ ডেক্সঃ
বই নিয় যত কথা-ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা,ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে,প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না,ঘরের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয় সর্বশেষ যদি বলি প্রমথ চৌধুরীর মতে,বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না।
সেই বই ঘরে সম্পুর্ন ভিন্ন আঙ্গিকে উদযাপন হল নীলিমা শামীমের জম্মদিন।আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে,তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায় তেমনি আজ শত শত বইয়ের সান্নিধ্যে ও কয়েকজন তরুন কবি লেখকদের নিয়ে লেখিকা শামীমা জন্মদিন পালন আনন্দের ও ব্যতিক্রম বটে।নীলিমা শামীম কবি,গল্পকার ও সমাজসেবক।প্রকাশ করেছেন তিনি বেশ ক’টি কবিতা ও গল্পের বই। সালফি পাবলিকেশন্স এর উদ্যোগে সুন্দর আয়োজনে উপস্থিত ছিলেন কবি,প্রাবন্ধিক ও গনমাধ্যমকর্মী মো. কামরুল ইসলাম, কবি ও শিক্ষক কুতুবউদ্দিন বখতেয়ার, লেখক ও প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুম, গল্পকার মুহাম্মদ রমিজ উদ্দিন,নবীন গল্পকার মশিউর রহমান আবির, ছড়াকার শফিকুল আলম সবুজ এবং মিরাজ মাহবুব আবির সহ প্রমুখ।
Discussion about this post