পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছিয়ে দিতে “মায়া ছড়াই” স্লোগানে ছাত্রলীগের কর্মীরা।
মঙ্গলবার (২৯ আগস্ট) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে এইচএসসি পরিক্ষার্থীদের মোটরসাইকেল করে কেন্দ্রে পৌঁছিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।
কার্যক্রমে পাঁচলাইশ থানা ছাত্রলীগ সংগঠক আকিল ইবনে হাবীব এর ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হয়।
তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ মনে প্রাণে ধারণ করি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আকাঙ্খা ছাত্রলীগের প্রতি তিনি সবসময় চেয়েছিলেন ছাত্রলীগকে সাধারণ ছাত্রদের পাশে থেকে প্রয়োজন নিয়ে কাজ করে যেতে,এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই কার্যক্রম,আমরা চাই আমাদের পরিক্ষার্থী বন্ধুরা মেধা মনন ও সৃষ্টিশীল কর্মের মাধ্যমে দেশকে আরো সমৃদ্ধশালী করবে এবং ভবিষ্যৎ দেশ গড়তে মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
Discussion about this post