প্যাডক্স জিন্স লিঃ ২০২৩ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
নিউজ ডেক্স, কলম টিভিঃ ২৭ জানুয়ারি ঢাকা ইপিজেড এর সনামধন্য কারখানা প্যাডক্স জিন্স লিঃ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
খেলায় অংশগ্রহণকারী অফিস টিম, সি ডি স্টার লাইন, এফ জি লায়ন, এ বি লাইন ও এ কিউ এল, এর অংশগ্রহণে খেলাটি পরিচালনা করেন এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স বিভাগ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সো ওয়াই ম্যান, জেনারেল ম্যানেজার, প্যাডক্স জিন্স লিঃ এবং প্রথম অধিবেশনের উদ্বোবক হিসেবে উপস্থিত ছিলেন এম এন আলম, ম্যানেজার, এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স বিভাগ।
নুরুল ইসলাম সোবহানের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে উদ্বোবক ছিলেন মোঃ শরিফ আহম্মেদ, ম্যানেজার, কিউ সি।
জনাব এম এন আলম কলম টিভি কে জানান কারখানার শ্রমিকদের মনের শক্তি ও কাজের মনোবল বাড়াতে এমন আয়োজনে আপনাদের সাথে থাকবো।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন এ বি লাইন ও রানার্সআপ এ কিউ এল লাইন, উদ্বোধক জনাব এম এন আলমের সমাপনী বক্তব্য ও ট্রফি বিতরণের মধ্য দিয়ে খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।
Discussion about this post