বঙ্গ-কামরূপী উদ্ভূত বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ইতিহাস রচনা করেছেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ-ড.সালাহউদ্দীন আইয়ুব
নিউজ ডেক্স, কলম টিভিঃ গত ৩ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ও ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আসাদুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্য সমালোচক ভাষাবিদ, গবেষক ও মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড.সালাহউদ্দীন আইয়ুব। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাষাবিজ্ঞানী ড.সৌরভ সিকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ গোলাম মাওলা, রম্য লেখক মুহাম্মদ নিযামুদ্দীন, লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম, ভাষা-গবেষক তসলিম মুহাম্মদ, সময় টিভির এডিটর মাহফুজুর রহমান। ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যে এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.গুলশান আরা, ড.সৈয়দ শাহরিয়ার রহমান, ড.মনিরা বেগম, ড. জেনিফার জাহান, খন্দকার খায়রুন্নাহার, সাইফিন রুবাইয়াত, মোহাম্মদ ইনজামাম সহ বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা সহ মার্ষ্টাসে অধ্যয়নরত তালিকাভুক্ত অর্ধশতাধিক ছাত্র ছাত্রীবৃন্দ। অধ্যাপক ড.সালাহউদ্দীন আইয়ুব বলেন, বঙ্গ-কামরূপী উদ্ভূত বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ইতিহাস রচনা করেছেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, বাংলা ভাষা ও সংস্কৃত ভাষার জম্ম অতীতের যে সময়ে হোক না কেন এই দুই ভাষার বিকাশ একটি সমান্তরাল ঘটনা। অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যে কোন কিছুর ধারনা বা সংজ্ঞা আমরা যার যার ভাষার মাধ্যমে দিয়ে থাকি তবে মজার বিষয় হচ্ছে ঐ ভাষার সুনির্দিষ্ট, যৌক্তিক, অবিতর্কিত ধারনা বা আত্ম সংজ্ঞা দেয়া বড্ড কঠিন।কার্যনির্বাহী দিক বিবেচনা করে এই টুকু বলা যেতে পারে ভাষা আমাদের মস্তিষ্কজাত এক ধরনের মানসিক ক্ষমতা যা অর্থবহ বাক্যসংকেতে রূপায়িত হয়ে একই সমাজের মানুষের মধ্যে ভালবাসা ভাব বিনিময় মুলত যোগাযোগ স্থাপনে সহয়তা করে। ভাষা গবেষকরা মনে করেন আজ থেকে প্রায় ১ লক্ষ বছর আগে মানুষ প্রথম ভাষা ব্যবহার করে তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে এইটুকু জানা যায় আফ্রিকার মানুষেরাই সর্বপ্রথম ভাষার ব্যবহার করে।আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালী। প্রকৃতি নিজে হাতে আমাদের চেহারা ও ভাষায় বাঙালিত্বের এমনছাপ এঁকে দিয়েছেন যে তা মালা,তিলক,টিকিতে বা টুপি, লুঙ্গি, দাঁড়িতে ঢাকবার কোন জো নেই। হিন্দু-মুসলমান মিলিত বাঙালি জাতি গড়িয়া তুলিতে বহু অন্তরায় আছে, কিন্তু তাহা যে করিতেই হইবে। ড. মোহাম্মদ শহীদুল্লাহর এই কথা মুলত প্রমান করে জাতিসত্ত্বার প্রতি তাঁর মমত্ববোধ ও শ্রদ্ধাবোধ কত গভীর ছিল।
সভাপতি ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আসাদুজ্জামান মুল বক্তা সহ সেমিনারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
Discussion about this post