বোয়ালখালীতে শিক্ষকের বেত্রাঘাতে রক্তাক্ত এক স্কুল শিক্ষার্থী-
নিজস্বপ্রতিনিধিঃ– চট্টগ্রামের বোয়ালখালীতে শিক্ষকের বেত্রাঘাতে মো. মঈনুল হক নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার গোমদণ্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. সাইফ হোসেন। তিনি ওই বিদ্যালয়ের ভোকেশনালের খণ্ডকালীন শিক্ষক। খবর পেয়ে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে দশম শ্রেণির ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থী মঈনুল সহপাঠীদের সঙ্গে হেসে ওঠে। বিষয়টি শিক্ষক সাইফের নজরে এলে তিনি মঈনুলকে ডেকে ক্লাসের মধ্যে প্রথমে কিল-ঘুষি মারেন। পরে বেত দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। শিক্ষকের বেতের আঘাতে মঈনুল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সহপাঠীরা তাকে ধরে প্রধান শিক্ষকের কাছে নিলে তিনি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি চলে যেতে বলেন এবং বিষয়টি দেখবেন বলেন। খবর পেয়ে মঈনুলের ভাই মো. মোমিনুল হক এসে পুলিশের উপপরিদর্শক সুমন কান্তির সহায়তায় আহত মঈনুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সহপাঠীরা জানায়, এ বিদ্যালয়ে এটা নতুন ঘটনা না। আরো বেশ কয়েকবার বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এমন অমানবিক ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে বের করে দেওয়ার ভয়ে তারা মুখ খোলেনি। তারা এ ধরনের নির্মম ঘটনার বিচার দাবি করে।
আহত মঈনুল হকের অসুস্থ বাবা আবদুল বারেক বলেন, ‘আমি স্ট্রোক করে দীর্ঘদিন বিছানায় পড়ে আছি। দারিদ্র্যেরে কশাঘাতে জর্জরিত। আমার ছেলে চোর না ডাকাত যে এভাবে মেরে রক্তাক্ত করল। আমি এ ঘটনার বিচার চাই।’
Discussion about this post