কলি আক্তার, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগী-বৈঠার তান্ডবে নিহতদের স্মরণে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আবু হুরায়রাহ মসজিদ মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম ও অধ্যাপক শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম ও জুলাই গণহত্যায় শহীদ মাহফুজুর রহমানের পিতা
আব্দুল মান্নান হাওলাদার।
Discussion about this post