মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে কম্বল বিতরণ
কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ এতিম শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ হতে বৃহস্পতিবার এতিমখানায় দোয়ার আয়োজন ও কম্বল বিতরণ করা হয়।
বণগ্রাম ইউনিয়নের বাধাল ও বলভদ্রপুর এলাকায় পৃথক দুটি এতিমখানায় অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লাসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
Discussion about this post