কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বাংলাদেশ ব্লাড ব্যাংক ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেতারা আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ফ্রি ব্লাড গ্রুপিং করান। এ সময় ক্যাম্পে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ব্যাংক ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মিঠু ইসলাম, সাধারণ সম্পাদক কলি আক্তার, এবং অন্যান্য সদস্যবৃন্দ যেমন হাসান শেখ, রিদয় তালুকদার, সাথি আক্তার, রিয়াদ শেখ, রাজু, শাওন শেখ, রাব্বি হাং প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ শফিক, মোঃ কামরুজ্জামান, মোঃ কামাল হোসেন, শশিম দেবনাথ এবং লিটনসহ আরও অনেকে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা বাংলাদেশ ব্লাড ব্যাংক ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন শাখার সকল স্বেচ্ছাসেবীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা স্থানীয় জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
Discussion about this post