শিক্ষা নৈতিকতা ও মূল্যবোধে যারা সদা জাগ্রত তারাই প্রকৃত মানুষ
নিউজ ডেক্স, কলম টিভিঃ ২৬ জানুয়ারী বৃহস্পতিবার চট্টগ্রাম আনোয়ারা হাজী আমির-সোলায়মান ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা ইকবাল একাডেমি মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা রফিকুল ইসলাম তৈয়বীর সভাপতিত্বে ও শিক্ষক মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন হাজী আমির-সোলায়মান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডিআই এম জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তিসচিব লেখক, গণমাধ্যম কর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লায়ন মোঃ হুমায়ুন কবির, বাবু অধীর চৌধুরী সহ প্রমুখ।
জাতীয় শিক্ষাক্রম-২০২১ এর আলোকে ও নতুন শিক্ষাক্রম নিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন স্বনামধন্য প্রশিক্ষক শিক্ষক মুহাম্মদ ইরফান চৌধুরী। বিশেষ প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক সরোজ আহমেদ, বিকেএ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লায়ন অধ্যক্ষ লুবানা হুমায়ুন সুমি ও শিক্ষক আ. ক. ম ফারুক।
এতে অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার নুরুল আলম ,মাষ্টার আব্দুস সাত্তার, মুহাম্মদ সাহাব উদ্দিন, মাওলানা আবুল কালাম আনসারী, আয়ুব আলী, এস এম কামরুল ইসলাম, মাষ্টার জাহাঙ্গীর আলম, মাষ্টার মুহাম্মদ ফারুক, মাষ্টার আবদুল আলীম খান, মাষ্টার কামরুল হাছান, মোক্তার জামান, বাবু নিউটন কান্তি নাথ, শাহীন আকতার, ফাতেমা বেগম, এস এম বোরহান উদ্দিন, নুরই জাবাল হক ইমন, হাফেজ মুহাম্মদ মুক্তার হোসাইন, সাংবাদিক জাহিদুল হক, ডি এস মনছুর, আমীর আলী, আবদুল মান্নান, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা হাফেজ বোরহান, আবদুল কাদের ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রতন রবি দাশ সহ প্রমুখ।
প্রধান অতিথি বর্তমান শিক্ষা ব্যবস্থা, আগামীর সম্ভবনা ও শিক্ষকদের করণীয় কি সে বিষয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই মানুষকে ভালো মন্দ, সত্য, মিথ্যা, জ্ঞানী, মূর্খ, উত্তম চরিত্র কুচরিত্র, দেশপ্রেমিক দেশদ্রোহীর পার্থক্য ভাল ভাবে বুঝিয়ে দেয়।
এক কথায় শিক্ষা মানুষকে নবজন্ম দেয়। প্রতিটি মানুষের জীবনে শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। শিক্ষা নৈতিকতা ও মূল্যবোধে যারা সদা জাগ্রত তারাই প্রকৃত মানুষ। প্রকৃত শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ প্রতিটি মানুষকে উত্তম চরিত্রের অধিকারী করে এবং সমাজে অন্যায়ের পতন ঘটায়, অন্ধকার সমাজকে আলোকিত করে। যদিও পৃথিবীর সব মানুষ আজ নিজ স্বার্থের বলয়ে ঘুর পাক খাচ্ছে সেই ক্ষেত্রে প্রকৃত শিক্ষা, মুল্যবোধ, উত্তম চরিত্র মানুষের মধ্যে যে স্বার্থপরতা থাকে, যে সংকীর্ণ চিন্তা থাকে তা থেকে চোখ সরিয়ে নিয়ে মানুষের কৃতজ্ঞতা বোধকে জাগ্রত করে, মানুষকে পরিপুর্ন জীবনের সক্ষমতা দান করে। যারা শিক্ষা, নৈতিকতা, মুল্যবোধ প্রক্রিয়ার ধারক, বাহক বা যারা মানব কল্যানে এই প্রক্রিয়াটিকে সামনে এগিয়ে নিতে সবাইকে উৎসাহিত করে এবং যারা একমাত্র এর বাস্তবায়নকারী তারাই শিক্ষক।যারা সকলের নিকট সম্মানের আর তারাই সকলের মতে উত্তম চরিত্রের অধিকারী, ব্যক্তিত্ব সম্পন্ন, জ্ঞানী, গুণী, আলোকিত মানুষ যারা সমাজ পরিবর্তনের কারিগর বলে আমরা তাঁদের কে জানি ও সে সব শিক্ষকদের আমরা সম্মান করি এবং বিশ্বাস করি তারা যেন নিজেরা নৈতিক আদর্শের অধিকারী হয় ও নৈতিক মুল্যবোধে নিজে ও মানব সমাজকে জাগ্রত করে ও আলোকিত সমাজ গঠনে ভুমিকা রাখে।
সভাপতি সবাইকে এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে ও আয়োজনকে সুন্দর ও সার্থক করায় ধন্যবাদ জানান।
Discussion about this post