এম.শাহেদ সারওয়ার, দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার ১০ এপ্রিল ২০২৪ পবিত্র ঈদুল ফিতরউদযাপিত হয়েছে। দীর্ঘ এক মাস বরকতময় মাহে রমদানের সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশেসংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছেমুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুলফিতর। আমিরাতে বহিঃবিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের মতো দিনটি উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিরাও।
সকাল ৬.১৭ মিনিটে দেশটির ইন্ডাস্ট্রিয়াল নগরীশারজাহ এর বৃহত্তম শারজাহ মসজিদ ময়দানে কয়েকলাখ মুসল্লিদের উপস্থিতিতে সর্ববৃহৎ ঈদ জামাতঅনুষ্ঠিত হয়।
ফজরের নামাজের পর হতেই নিকটবর্তী মসজিদে ছুটে যান দেশটির সাতটি আমিরাতের বাসিন্দারা। সেখানে ঈদের নামাজ আদায় করেন তারা। পরে মোনাজাতে সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করেন। তার কাছে সবার জন্য শান্তি ও মঙ্গল কামনা করেন। সবশেষে আনন্দ-উচ্ছ্বাসের দিনে সমাজের অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানান মুসলিমরা।
এদিকে দেশটির অন্যান্য প্রদেশ আবুধাবি, আলআইন, আজমান, উম্ম আল কুইন, রাস আলখাইমাহ ও ফুজাইরাহতে সরকারি নির্ধারিত সময়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর ও দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
Discussion about this post