কলম টিভি ডেস্ক : সাতকানিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালী দিয়ে সাতকানিয়া সমাজ কল্যাণ সমিতি (সাসকস) কার্যকরী পরিষদ ২০২৪-২৫ সেশনের “অভিষেক র্যালী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৫ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত হয়। শুরুতেই র্যালী পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করেন এরপর সংগঠন এর বিগত বছরগুলোর কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন, যা উপস্থিত সবার মধ্যে সংগঠনের নিরন্তর প্রচেষ্টার স্বাক্ষর রেখে যায়। সংগঠনের পৃষ্ঠপোষক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল আলম এর সভাপতিত্বে অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার এসিলেন্ট ফারিস্তা করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক জাফর সাদেক, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান, উপদেষ্টা অধ্যাপক আমান উল্লাহ আমান। আরো উপস্থিত ছিলেন খান তালাত মাহমুদ রাফি, মো: রাসেল, মো: আলী, রেজাউর, মাহাতির সহ চট্টগ্রামের অন্যতম সমন্বয়কবৃন্দ। উপদেষ্টা পরিষদের সদস্য সচিব আরিফুল হক কায়সার। অনুষ্ঠানে বিশেষভাবে শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধ এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মুরাল উদ্ভোধন করেন উপস্থিত সমন্বয়করা। এই সময় চব্বিশের আন্দোলনের বিভিন্ন চিত্র নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা সবার মধ্যে দেশপ্রেমের প্রজ্জ্বলিত এক নতুন স্ফূরণ ছড়িয়ে দেয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয় গুণীজনদের হাতে। এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রসমাজ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। রাত ৮টায় শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে পারাবার, সুরের মোহনা, এডভোকেট জুনাইদ শিবলী, মোহাম্মদ ইব্রাহিম, নেজাদ ই দীন সহ শিল্পীরা তাদের সুরের মূর্ছনায় সবার হৃদয়ে রঙিন স্মৃতির রূপকথা বুনে দেন। আজাদ শেখের উপস্থাপনায় হাজারো মানুষ এ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। সাতকানিয়া উপজেলা প্রশাসন, সাতকানিয়া থানা এবং বিভিন্ন সামাজিক সংগঠন, যারা এই আয়োজনে নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সাথে সাথে ভবিষ্যতে এমন উদ্যমী উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সংগঠনের সদস্যবৃন্দ। সম্মাননা, স্মরণ এবং সমাজকল্যাণের এ মহামিলন বয়ে আনুক নতুন প্রজন্মের মনে সামাজ সেবার প্রেরণা।
অদুদ তুমি বড় মহিয়ান
লেখক - শাহাদাত হোসেন পলাশ হে মহান দানবীর আব্দুল অদুদ চৌধুরী উত্তর চট্টলার গর্ব তুমি তুমি বড় মহিয়ান নোয়াজিষপুর গ্রামে...
Discussion about this post