চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। (১২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় এজাহারভুক্ত আসামি হচ্ছেন সাইফুল ইসলাম। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার সময় সাইফুল ইসলাম সিএমপি কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগদান করেন। সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম ৩২তম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রো রেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
Discussion about this post