আন্তর্জাতিক ডেস্ক : গাজার উদ্দেশ্যে সরাসরি ত্রাণ নিয়ে গেছে আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন। মিশরের কায়রো থেকে ত্রাণবাহী গাড়ি নিয়ে গাজা সীমান্তের দিকে রওনা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
বাংলাদেশ সরকারের সহযোগিতায় চলতি বছরের ১৩ নভেম্বর বাংলাদেশি কোনো সংস্থার মধ্যে প্রথমবারের মতো গাজায় সরাসরি ত্রাণ পাঠানোর অনুমোদন পায় আশ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার নির্যাতিত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মিশর হয়ে চলমান আন্তর্জাতিক মানবিক কার্যক্রমের পাশাপাশি এবার বাংলাদেশ থেকেও সরাসরি সহায়তা পাঠানোর পথ তৈরি হলো।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সালে কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরোর নিবন্ধন লাভ করে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তাসহ জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ASH Foundation USA Inc.–এর সহায়তায় ফাউন্ডেশনটি মিশর সীমান্ত হয়ে গাজায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। পাশাপাশি প্রবাসফেরত যাত্রীদের জরুরি সহায়তার জন্য চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার’ পরিচালনা করছে, যা অভিবাসী শ্রমিকদের তাৎক্ষণিক সেবা ও পুনর্বাসনে কাজ করছে।
গাজায় ত্রাণবাহী গাড়িবহর নিয়ে রওনা হওয়ার আগে প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টার পর বাংলাদেশ সরকার ও মিশর সরকারের সহযোগিতায় দেশের প্রথম অনুমোদিত সংস্থা হিসেবে আমরা গাজায় সরাসরি ত্রাণ নিতে পারছি—এটা আমাদের বড় অর্জন।







Discussion about this post