চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ জিয়া ভবনের ৪র্থ তলা কলম একাডেমি লন্ডনের স্থায়ী কার্যালয়ে গত ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শনিবার সন্ধ্যে কলম একাডেমি লন্ডন বাংলাদেশ শাখা, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জেলা কর্তৃক ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, গুণীজন সংবর্ধনা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় কলম একাডেমি লন্ডন বাংলাদেশ শাখার সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কোরান তেলওয়াত করেন বাংলাদেশ শাখার যোগাযোগ সম্পাদক আরিফুর রহমান আরিফ, গীতা পাঠ করেন কবি করুণা আচার্য, ত্রিপিটক পাঠ করেন কবি তুষার কান্তি বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে লন্ডন থেকে ভার্চুয়াল উদ্বোধনী ভাষণ প্রদান করেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী সাহেব। তিনি উপস্থিত সকল অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডনের কেন্দ্রীয় উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক কবি কুতুবউদ্দিন বখতেয়ার, কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক কবি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস,কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম কাপ্তাই শাখার উপদেষ্টা নুরুল কবির করিমী, গীতি কবি মোহাঃআবদুল হাকিম, কবি মোঃ জিয়াউল হক জিয়া, কবি মুজিবুর রহমান, কবি আলমগীর হোসাইন, মনন কবি এস এম জাহাঙ্গীর হাসান, কবি রাসু বড়ুয়া, কবি সিরাজুল ইসলাম , কবি অজয় বড়ুয়া , রোকন উদ্দিন আহমদ, কবি মোহাম্মদ বেলাল হোসেন সিরাজী, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া, আবৃত্তি শিল্পী প্রতিমা বড়ুয়া ক্রিকেটার মোহাম্মদ রাশেদ, কবি মোঃ ফিরোজ শাহ বাপ্পী,মোহাম্মদ সালাউদ্দিন, কবি মোঃ নুর উদ্দিন, কলম টিভির প্রচার সম্পাদক ফারদীন এহসান রাফি, সৈয়দ মোহাম্মদ ইসলাম সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু, কবি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস ও কবি নুসরাত শারমিন কে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এই সংগঠনটি সাহিত্য চর্চার পাশাপাশি মানবতার কল্যানেও কাজ করেন।কলম একাডেমী লন্ডন বাংলা ভাষার প্রচার প্রসারে যে ভুমিকা রাখছে তা অনন্য বলে ও তিনি উল্লেখ করেন।তিনি আরো বলেন,গত ১৩ বছর ধরে কলম একাডেমি লন্ডন সাহিত্যের মাধ্যমে বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।তিনি সংগঠনকে ভালোবেসে আন্তরিক হয়ে সবাইকে কাজ করার আহবান জানান।তিনি বলেন,বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে বিশ্বে সুপরিচিত ও সমাদৃত হয়েছেন। ।এই সংগঠন বিশ্ব জুড়ে এক অনুপম ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন।তিনি আরো বলেন,লেখক বুকের রক্ত কালি করে বিশ্বশান্তির জন্য লিখেন।তাঁরা জাতির অহংকার। ইতিহাস ও ঐতিহ্যের রূপকার।তাঁরাই আজ বর্তমান সমাজে চরম অবহেলিত,কখনো ক্ষুধার্ত।তিনি আরো বলেন,কলম একাডেমি লন্ডন ইতিমধ্যে লেখকদের যে ১৯ দফা দাবি সরকারের নিকট তুলে ধরেছেন তা যথার্থ।
লেখকদের যে দাবি সমুহ দেয়া হয়েছে সরকার তা মেনে নেবেন বলে আশা করেন। তিনি সকলকে এই সাহিত্য,মানবিক সংগঠনে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।পরিশেষে সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
Discussion about this post