*
(১৮ সেপ্টেম্বর ‘বিশ্ব-লেখক অধিকার দিবস’ উপলক্ষ্যে, বিশ্বের সকল লেখকের পক্ষে)।
বিপ্লব কলমের, বিপ্লব শান্তির,
বিপ্লব লেখকের রক্তিম-কান্তির।
জিতবোই আমরা বিশ্বাসের
লড়াইয়ে,
পুরাতন লাশ কবি জীবনের
কড়াইয়ে।
শাসকের শ্মশানে বহুবার জ্বলেছি,
বারবার জেগে ওঠে মৃত্যুকে দলেছি।
আর নয় পরাজয়, লাঞ্চনা কষ্ট,
লেখকের অধিকার চাই, কথা পষ্ট।
আমাদের যুদ্ধ শব্দের শিক্ষার,
লেখকের স্বাধীনতা, স্বকীয়তা
দীক্ষার।
দিতে হবে, আজই দাও, লেখকের
মূল্য,
রাজা রানী নয় জানো লেখকের
তুল্য।
লেখক-শাসিত হবে আগামীর বিশ্ব,
লেখক বিশ্বমানব, নয় দীন নিঃস্ব।
লেখকেরা এক আজ সীসাঢালা
প্রাচীরে।
মানুষের গান গায় লহু এনে গা চিরে।
মাঠে এসো বন্ধু আর নয় শংকা,
মানবিক অধিকারে বাজা রণ ডংকা।
তোমাদের নেই ভয়, নেই কোন
পরাজয়,
বিশ্বে লেখকের হবে জয় নিশ্চয়ই।
উদ্ধত মুষ্টিতে কলমিরা এক আজ,
লেখকের সংবিধান লেখকের চাই
রাজ।
লেখকের মন্ত্রী সংসদে চাই চাই,
ঊনিশ দাবির দেশ হয় যেন বসুধায়।
হোক হোক পূর্ণ লেখকের দাবী সব,
কলম জেগেছে ভবে, শুনো সবে
কলরব।
কলমের প্রতিনিধি র’বে জাতিসংঘে,
পৃথিবীর প্রয়োজনে শত অনুসঙ্গে।
এসো প্রিয় গড়ে তুলি শব্দের
প্রতিরোধ,
সাম্যের সৃজনের জাগে যেন
প্রীতিবোধ।
গেয়ে যাবো দিকপ্লাবী জীবনের জয়
গান,
জগতের অন্বেষা অমিয় সুর অম্লান।
কলমের বিপ্লব কৃষ্টির সৃষ্টির,
গরীবের অন্ন, অন্ধের দৃষ্টির।
কলমের বিপ্লব মুক্তির মহারণ,
লেখকের বিশ্ব লেখকের জনগণ।
কলমের বিপ্লব সুপথ আর সত্যের
সাম্য সমব্যথা সমঝোতা মর্ত্যের।
নারী শিশু এতিমের রোনাজারি আর
নয়,
লেখকের বিশ্বে নেই কারো পরাজয়।
লেখক মন্ত্রণালয় চাই আজ বিশ্বে,
লেখকের মান জানো জগতের শীর্ষে।
জীবনের সংগ্রাম রক্তের শপথ এ,
ধরনী ধন্য আজ লেখকের সুপথে।
তুমি রাজা রানি নেতা কলমির
শিক্ষায়,
পৃথিবীটা ফুলে ফলে লেখকের
দীক্ষায়।
লেখকের কলমে স্রষ্টাও জেগে রয়,
না হলে জগত হতো পশুদের আশ্রয়।
হে লেখক! মাঠে এসো হবে রণ যুদ্ধ,
আমাদের রক্তেই ধরা হোক শুদ্ধ।
ঐ শুনো ডাক আসে ‘কলমির
সংগ্রাম’,
‘অক্ষরে অমরতা’য় ইতিহাসে লিখো নাম। কলমির পতাকা ঐ ওড়ে গগনে
বিজয়ের ঢাক বাজে পাতালেও
সঘনে।
বিশ্বের বিশ্বাস লেখকের তন্ত্রে,
পৃথিবী শাসিত হবে কলমির মন্ত্রে।
লেখকেরা নির্লোভ শ্রেষ্ঠ ও নিস্পাপ,
কলমি-বুলেট টুটে দুখ ভোগ শোক
তাপ।
জেল খুন বুলেটের এলে বাধা বন্ধু
ভালোবেসে পাড়ি দেবো রক্তের
সিন্ধু।
আমাদের মসী হবে অসিসম
ক্ষুরধার,
লেখা দিয়ে মসনদ করে দেবো
ছারখার।
আর নয় রাজনীতি, সরকার
সাবধান,
দিতে হবে লেখকের অধিকার
সম্মান।
লেখকের অধিকার জন্মের রক্তের,
এ নয় দয়া কোন শাসকের তখতের।
Discussion about this post