কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম এর অফিস উদ্বোধন ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেক্স, কলম টিভিঃ আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যান মুলক সংগঠন কলম একাডেমিল ন্ডন বাংলাদেশ চট্টগ্রামস্থ আন্দরকিল্লা জি এ ভবনের ৪র্থ তলায় স্থায়ী অফিস এর শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি কাব্যমণি করুণা আচার্য এর সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী প্রিয়াংকা সরকারের সঞ্চালনায় চট্টগ্রাম জেলা সহ সভাপতি এস এম এ ইউ জাহাঙ্গীর হাসান পবিত্র কোরান তেলওয়াত করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে “কলম একাডেমি লন্ডন “এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাহিত্যের বাতিঘর খ্যাত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী এর উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন কবি কুতুবউদ্দিন বখতেয়ার, কাব্যফুল খ্যাত কবি মোহাম্মদ কামরুল ইসলাম (ভিডিও কনফারেন্স) শুভেচ্ছা বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ ফজলুল কাদের। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতিকার সুরকার মোঃ হোসাইন ইব্রাহীম।
আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি সাহাদাত হোসেন তালুকদার, কবি আলমগীর হোসাইন, অধ্যাপক কবি জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি তুষার কান্তি বড়ুয়া, মনন কবি এস এম এইউ জাহাঙ্গীর হাসান, কবি হুমায়ুন আবিদ, কবি এডঃ সুসেন কান্তি দাশ, কবি ও গীতিকার আবদুল হাকিম, কবি রাসেল আহমেদ, কবি মোহাঃ আবুল কালাম, কবি রাসু বড়ুয়া, ইউনুস মেহেদী, নারায়ন দে, আনিসুল কাদের, মোহাঃ বেলাল হোসেন সিরাজী, অনুভূতি প্রকাশ করেন কবি মুজিবুর রহমান প্রমুখ।
সভাপতির তাঁর বক্তব্যে বলেন “কলম একাডেমি লন্ডন” এর যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস থাকে হৃদয়ে, হবেই হবে দেখা হবে সব বিজয়ে। আজকে “কলম একাডেমি লন্ডন” এর স্থায়ী অফিস উদ্বোধনকে উনি এই সংগঠনের বিজয় বলে ঘোষনা করেন। কলম একাডেমি লন্ডন এর পথ চলা আরো সুদূর প্রসারি ও দীর্ঘায়ু কামনা করে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
Discussion about this post