কোরআন অবমাননার প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল
মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি:
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। রোববার বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মোরেলগঞ্জের সর্বস্তরের কোরআন প্রেমিক জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কড়া পুলিশ প্রহরায় মিছিলটি বিভিন্ন শ্লোগান সহকারে মোরেলগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার কাপুরিয়াপট্ট্রি সড়কে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মো. মতিউর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএমদাদুল হক।
Discussion about this post