নজরুলের জম্মবার্ষিকীতে নজরুলের সমাধি,তে শ্রদ্ধাঞ্জলি।
নজরুলের জম্মবার্ষিকীতে নজরুলের সমাধি,তে ঢাকায় কলম একাডেমি লন্ডনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত কলম একাডেমি লন্ডন ভারত শাখার সভাপতি কবি হিফজুর রহমান লস্কর (আসাম),লেখক,সাংবাদিক নুরুল মজুমদার (আসাম)কবি ও লেখক প্রকাশ সুরানা (আসাম) ও কবি আলমগীর হোসাইন(বাংলাদেশ)।
কবি- প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম নজরুল প্রসঙ্গে বলেন,আমরা যারা লিখি বা লিখার চেষ্টা করি আমাদের প্রাণ নেই তাই নজরুলের মত আমরা প্রাণময় কবিতা লিখতে পারি না।কবি নজরুল তাঁর জীবনের চরম অভিজ্ঞতাকে বাংলা সাহিত্যে যেভাবে প্রতিফলন ঘটিয়েছেন এইদেশে আজ পর্যন্ত তা কেউ পারেনি।নজরুলের স্বপ্ন ছিল পুরো বাঙ্গালি জাতির স্বপ্ন।তিনি বলেন,নজরুলের ‘দুর্গম গিরি কান্তার মরু’র মতো প্রাণ-মাতানো গান কোথাও আজ শুনা যায় না। পরিশেষে নজরুলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Discussion about this post