নিউজ ডেক্সঃ
পৃথিবীর বেশিরভাগ মানুষ আজ করোনা ভাইরাসের ভয়াবহ থাবায় ঘরবন্দী আর জীবন মৃত্যুর সন্ধিণে দাঁড়িয়ে আছে। মানুষের এ বন্দী জীবনের সময়গুলো পার করা সত্যি কঠিন। এই সময়কে কিছুটা হলেও সাহস আর প্রেরণার লক্ষ্যে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সোমবারের সাহিত্য সন্ধ্যা গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়।
ফেইসবুক লাইভে এসে স্বরচিত কবি পাঠ করেন পশ্চিমবঙ্গ ভারতের বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজীব ঘাঁটী, সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী কাকলী দাশগুপ্ত, লুপর্ণা মুৎসুদ্দী, কথামালায় অংশ নেন সংগঠনের উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, শিক বিজয় শংকর চৌধুরী, সৈয়দা শাহানা আরা বেগম, সুমন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। বক্তারা বলেন সমগ্র পৃথিবীর মানুষ অদৃশ্য করোনা ভাইরাসের কাছে অনেকটায় পরাস্ত। লক্ষ মানুষ ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে।
লক্ষ লক্ষ মানুষ নিজের ঘরে চরম অস্বস্তি আর দুঃশ্চিন্তায় দিন কাটাছে। আর এ কঠিন সময়ে আমরা যাতে কিছুটা হলেও মনকে প্রফুল্ল উৎসাহিত আর প্রেরণাময়ী রাখতে পারি সেজন্যই প্রযুক্তির মাধ্যমে এ সাহিত্য ও সংস্কৃতি চর্চা।
আসুন আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে নিজেকে তথা সমাজকে সচেতন করতে ভুমিকা রাখি। এ করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সকলে যতটুকু সম্ভব নিজ ঘরেই অবস্থান করি।
Discussion about this post