মুসলিমদের জীবনে কোরআন ও সুন্নাকে প্রধান্য দিতে হবেঃ ডাঃ মোঃ জামাল উদ্দিন
মানুষ যতক্ষণ না তার সবকিছুর উপরে কুরআন ও সুন্নাহকে প্রাধান্য না দিবে, তার জীবনের পাথেয় হিসেবে কুরআন-সুন্নাহকে মেনে না নিবে, ততক্ষণ সে মুর্খ, মাথামোটা ও জাহেলদের অন্তর্ভুক্ত থাকবে। মানুষের বুদ্ধি, চোখ, কর্ণ ও ত্বকশক্তি সবকিছু ভুল ডিসিশন নিতে পারে, এসবের কন্ডিশন সময়ে সময়ে পরিবর্তন হয়, তাই এসবকিছুর উপর বিবেচনা করে ধর্ম মানা যায় না, ধর্মের পথে জীবন পরিচালনা করা যায় না; বুঝে আসুক আর নাই আসুক কুরআন-সুন্নাহকে মেনে নিয়ে ধর্মের উপর অটল থাকতে হবে। কে কি বললো তাতে যায় আসে না। পৃথিবীর অনেক পরাশক্তির মালিকেরা অনেক থিউরি দিয়ে মানুষকে ভুল বুঝায়, এসময় যদি মানুষ তার বুদ্ধির উপর ডিফেন্ড করে ইসলামকে মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হবে, দ্বীন থেকে ছিটকে পড়বে। পৃথিবীর পরাশক্তিরা যুগে যুগে ইসলাম ও ইসলামের নিশানা নিশ্চিহ্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র ও পায়তারা করেছে। ইসলামের সর্বশেষ নবী সাঃ এর জন্মের পূর্বে কাবা ঘর ভাঙ্গার জন্য আবরাম চেষ্টা করেছিলো, উল্টো আল্লাহ তাকে ও তার বাহিনীকে ছোট আবাবিল দ্বারা নিশ্চিহ্ন করেছেন। এভাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর থেকে এখন পর্যন্ত যুগে যুগে আবরাম, নমরুদ, ফেরাউনের উত্তরসূরীরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন সুরতে ষড়যন্ত্র করছে। খুব সচেতন থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে, যেভাবেই ষড়যন্ত্রকারীরা আসবে, সেভাবেই প্রতিহত করতে হবে।
লেখক প্রবন্ধিক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি।
Discussion about this post