কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন অন্যায়ের সাথে আপোষ না করার ঘোষণা দেন এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম ফারুক হোসেন সামাদ, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, মো. রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন এর উপজেলা সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ।
Discussion about this post