সবাইকে ঈদের শুভেচ্ছা
জানিয়েছেন – মোঃ কামরুল ইসলাম
‘‘ঈদ মোবারক,সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।আপনি ও আপনার পরিবার পরিজন নিয়ে বিশ্ব করোনা মহামারির খানিকটা আতন্ক কাটিয়ে স্মরণকালের স্মরণীয় তবে ভিন্ন আমেজে সতর্কতার সাথে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন।সে কামনা করছি৷বর্তমানে করোনা প্রকোপ আগের চেয়ে বেড়েছে।সতর্ক থাকুন,সুস্থ থাকুন।
‘‘ঈদ মানেই খুশি৷ এই ঈদে আপনি,আপনার আপনজনকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। কেননা ঈদু-উল আযহা মুসলমানদের একটি মহা আনন্দের দিন৷
আসুন,আমরা সবাই আমাদের মনের কুপ্রবৃত্তিকে পরিহার করি ও মানবতার কল্যানে কাজ করি। সকলের ঈদের এই অনাবিল আনন্দ অনন্ত সুখ-শান্তিতে প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তরে-অন্তরে এবং দেশের প্রত্যেক জনপদে মানুষ সুখে শান্তিতে আগামীতে পথ চলুক সেই প্রত্যাশায় আবারো সকলকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
মোঃ কামরুল ইসলাম
(কবি প্রাবন্ধিক, গনমাধ্যমকর্মী)
ও সঞ্চালক – কলম টিভি।
Discussion about this post