আগামী ৫ ই মার্চ-২৩ কবি,প্রাবন্ধিক,সংগঠক মোঃ কামরুল ইসলামের জম্মদিন। মোঃ কামরুল ইসলাম এই দিনে চট্টগ্রাম জেলার মিরশ্বরাই থানার রাঘবপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে
জম্মগ্রহন করেন।পিতা আলহাজ্জ্ব আহছান উজ্ জামান ছিলেন একজন কৃষিবিদ।
৯০ এর দশক থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত।২০০৩ সালে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “কবে হবে দেখা”সহ বিভিন্ন বই পাঠক মহলে সমাদৃত।তিনি সরকার অনুমোদিত আন্তর্জাতিক সংগঠন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক,এশিয়ান মানবাধিকার মিশন চট্টগ্রাম জেলার সভাপতি সহ অনেক সংগঠনের গুরুত্বপুর্ণ পদে থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত পান্ডুলিপি রচয়িতা সহ কলম টিভির জনপ্রিয় উপস্হাপক।তিনি কলম একাডেমি লন্ডন কর্তৃক-২০২১ শ্রেষ্ট সংগঠক ও সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ “কাব্যফুল” উপাধিতে ভুষিত হয়েছেন।ব্যক্তিজীবনে নির অহংকার,নির্লোভ এই মানুষটি আজ সর্বত্র নন্দিত।মোঃ কামরুল ইসলামের জম্মদিন উপলক্ষ্যে কয়েকটি সংগঠন ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
অক্ষরে অমরতা স্লোগান এর পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণ মূলক সংগঠন কলম একাডেমি লন্ডন
অক্ষরে অমরতা স্লোগান এর পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণ মূলক সংগঠন কলম একাডেমি লন্ডন এর সম্মানিত কলম সারথিবৃন্দ আমার আদাব...
Discussion about this post