কলম একাডেমী লন্ডন বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোগে চট্টগ্রাম সি আর বি তাসফিয়া গাডেনে এক কলমি সমাবেশ ও ইফতার পাটি অনুষ্ঠিত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোগে চট্টগ্রাম সি আর বি তাসফিয়া গাডেনে এক কলমি সমাবেশ ও ইফতার পাটির আয়োজন করা হয়।
উক্ত সভায় বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি কবি করুণা আচার্য এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও শিশু সাহিত্যিক কবির কাঞ্চন এর সঞ্চালনায় কুরআন তেলওয়াত পাঠ করেন কলম একাডেমি লন্ডন “এর বাংলাদেশ চ্যাপ্টারের যোগাযোগ সম্পাদক, মোহাঃ আরিফুর রহমান আরিফ।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী ভাষন দেন “কলম একাডেমি লন্ডন”এর প্রতিষ্টাতা ও পরিচালক সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। তিনি রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করেন। কলম সৈনিকদের উদ্দেশ্য বলেন আপনারা সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে কলমকে এগিয়ে নিয়ে যাবেন। কলমের ভবিষ্যৎ আপনাদের সকলের হাতে। আপনারা সাহিত্য ও মানবতার সৈনিক হিসেবে কলমের পাশে দাঁড়াবেন এটি আমার দৃঢ় বিশ্বাস। তিনি সকলকে অগ্রীম ঈদ মোবারক ও ভ্রাতৃত্যের বন্ধনকে পবিত্র রমজানের মহিমায় গড়ে তোলার আহ্বান জানিয়ে সকলের জন্য দোয়া কামনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন মোহাঃ আবু তৈয়ব চৌধুরী। (আরব আমিরাত চ্যাপ্টারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক।)
তিনি বক্তব্যের শুরুতে পবিত্র রমজানের উপর গুরুতারূপ করে উপস্থিত সকল কলমী সমাবেশকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে কলম একাডেমি লন্ডন এর আগামী কর্মপরিকল্পনা ও সাংগঠনিক তত্পরতা নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন। সবাইকে আন্তরিক ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে সংঙ্গবদ্ধ থাকারও আহ্বান জানান। “কলম একাডেমি লন্ডন “এর বাংলাদেশ শাখার পক্ষ থেকে যেই স্মারক গ্রন্থটি বের হচ্ছে তার জন্য সকলকে সহযোগিতা করতে অনুরোধ জানান।
গত ১১/০২/২০২৩ ইং
ভারত শাখার আমন্ত্রণে সাহিত্য সম্মেলনে যোগদানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মোহাঃ কামরুল ইসলাম এর পক্ষে সহ- সাধারণ সম্পাদক কবি- আলমগীর হোসাইন। উনি ভারত শাখার অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং ভারত শাখা কতৃক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী সাহেবকে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাকে খুব গর্বের সাথে বর্ননা করেন। ভারত কমিটির পক্ষ হতে “কলম একাডেমি লন্ডনকে”যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তা কবি মোহাম্মদ কামরুল ইসলাম ও কবি আলমগীর হোসাইন সাহেব ঐ অনুষ্টান থেকে গ্রহন করেনএবং বাংলাদেশে নিয়ে আসেন। আজ ইফতার পাটির সমাবেশে সেই সম্মাননাটি কবি আলমগীর হোসাইন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক কবি কুতুবউদ্দিন বখতেয়ার এর হাতে অর্পণ করেন। তিনি ভারত শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সম্মাননাটি কলম একাডেমি লন্ডন এর সফলতার স্বীকৃতিস্বরূপ গ্রহন করে গর্ববোধ করেন। উনি সেই সম্মননা ক্রেষ্টটি আবার বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি করুণা আচার্য্যের হাতে তুলে দেন। করুণা আচার্য সেই সম্মাননাটি গ্রহন করার পর ভারত শাখার সভাপতি সহ কমিটির সকল কলম সৈনিকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং ভারত শাখার কার্যক্রম ভবিষ্যতে আরো সমৃদ্ধ ও সংগঠিত হোক সেই কামনা ব্যক্ত করেন
তিনি সেটি “কলম একাডেমি লন্ডন” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী সাহেবকে উৎসর্গ করেন।
আরো অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আরব আমিরাতের উপদেষ্টা মোঃ শাহাদাত হোসেন (পলাশ)। তিনি তাঁর জোরালো বক্তব্যে বলেন, তিনি যতদিন বেঁচে আছেন ততদিন কলম একাডেমি লন্ডন এর পাশে থাকবেন এবং যত সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
এই অনুষ্ঠানে কলম সৈনিকদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, বিভাগীয় সভাপতি কবি কুতুবউদ্দিন বখতিয়ার, কবি আলমগীর হোসাইন, গীতি কবি হোসাইন ইব্রাহীম, কবি কবির কাঞ্চন, কবি হুমায়ন আবিদ, কবি প্রদ্যোত বড়ুয়া, কবি মোহাঃ মজিবুর রহমান, নারায়ন দে, কবি ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সিরাজী, কবিও সাংবাদিক জয়নাল আবেদীন, মোহাঃ আবু সুফিয়ান,কামরুল হোসেন বেলাল, সামিনা আক্তার কবি ফিরোজ শাহ বাপ্পী, মনন কবি এস এমএইউ জাহাঙ্গীর হাসান, ফারদিন এহসান রাফি, মুন্নী দে,মোহাঃ নাজিম উদ্দিন খান প্রমুখ।
পরিশেষে কলম একাডেমি লন্ডন এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম ভাইয়ের রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়ার আর্জি রাখেন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি। ইফতারের শেষ পর্বে আবারও তিনি কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর “অক্ষরে অমরতা” নাম করণে যে বর্ণাট্য জীবন কাহিনী এবং সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন এর উপর স্মারক গ্রন্থটি প্রকাশ হতে যাচ্ছে তার উপর বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Discussion about this post